• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

মতলব উত্তরে মাথায় গাছ পরে এক গাছ ব্যবসায়ীর মৃত্যু


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০৫:১৯ পিএম
মতলব উত্তরে মাথায় গাছ পরে এক গাছ ব্যবসায়ীর মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গাছ কাটতে গিয়ে আচমকা ওই গাছের মাথা (আগা) মাথায় পড়লে জামাল আখান (৫৫) নামে এক গাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর একটায় উপজেলার সিপাইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া জামাল আখানের বাড়ি উপজেলার আদুরভিটি গ্রামে। ওই গ্রামের সাঈদ বেপারীর ছেলে তিনি। জামাল এলাকায় কৃষি কাজের পাশাপশি গাছ ক্রয় বিক্রয় করতেন। তাঁর আয়েই চলত সংসারের খরচ। 

 

পুলিশ, হাসপাতাল, স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিক্রির উদ্দেশ্যে গতকাল মঙ্গলবার উপজেলার সিপাইকান্দি গ্রামের মুজাম্মেল হকের কাছ থেকে কিছু বড় কড়ই গাছ কিনেন জামাল আখান। আজ বেলা একটায় কিছু লোক নিয়ে ওই গাছ কাটতে যান তিনি। একপর্যায়ে গাছের গোড়ার কিছু অংশ কেটে রশি দিয়ে টান দিলে আচমকা গাছের উপরিভাগ তাঁর মাথায় এসে পড়ে। এতে তাঁর মাথা ফেটে যায়। বুকেও আঘাত লাগে। কিছুক্ষণ পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয় লোকজন ও তাঁর সঙ্গে থাকা শ্রমিকেরা সেখান থেকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ কৌশিক হালদার তাঁকে মৃত ঘোষণা করেন।মাথায় গাছ পড়ে ওই ব্যাক্তি মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক তিনি বলেন বিষয়টি আমি শুনেছি তবে এ ঘটনায় থানায় কোনো মামলা বা অভিযোগ হয়নি।


Side banner
Link copied!