• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

মোরেলগঞ্জে সরকারি এস এম কলেজে তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


FavIcon
মোঃ রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ (বাগেরহাট):
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০১:২৬ পিএম
মোরেলগঞ্জে সরকারি এস এম কলেজে তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার  সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে তিনজন গুণী শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

৭ জানুয়ারি মঙ্গলবার, দুপুর ১২ টায় শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিদায় জানানো হয় কৃষিবিজ্ঞান বিভাগের প্রভাষক আফজাল ফারুক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক এসএম জালাল উদ্দিন এবং রসায়ন বিভাগের প্রভাষক মো. ইসমাইল হোসেনকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ছবীর আহমদ আখন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নূরুল আলম ফকির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক মো. জাকির হোসেন রিয়াজ, সহকারী অধ্যাপক মো. শাহজাহান হাওলাদার, প্রভাষক এমদাদুল হক,নূরুল আমিন শেখ, রায়হানা আক্তার,জহিরুল ইসলাম,গোবিন্দ মল্লিক,আ. ওয়াদুদ এবং মশিউর রহমান সোহাগ। এ সময় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক প্রভাষক মো. মনিরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন। 
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রভাষক মো. জসিম উদ্দিন হাওলাদার। বিদায়ী শিক্ষকেরা তাদের কর্মজীবনের স্মৃতিচারণ করে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কলেজের সবার মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সহ বিদায়ী শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রায় সকল শিক্ষক-কর্মচারী এবং বিদায়ী শিক্ষকদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. নূরুল আলম ফকির কলেজের নতুন একটি আইসিটি ল্যাব উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। পুরো আয়োজনটি ছিল এক আবেগঘন পরিবেশে সম্পন্ন।
 


Side banner
Link copied!