• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জে ন্যায় বিচারের দাবিতে নিহত পরিবারের সংবাদ সম্মেলন


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৩:৩৯ পিএম
সিরাজগঞ্জে ন্যায় বিচারের দাবিতে নিহত পরিবারের সংবাদ সম্মেলন

হত্যাকান্ডের ন্যায় বিচারের লক্ষ্যে সুষ্ঠু ময়না তদন্ত প্রতিবেদনের দাবিতে নিহত মানদা কান্ত লাহিড়ির পরিবার সংবাদ সম্মেলন করেছেন।

নিহত বৃদ্ধ মানদা কান্ত লাহিড়ির ( ৬০) শাহজাদপুর উপজেলার গুদিবাড়ি গ্রামের মৃত লাহিড়ী কান্ত'র ছেলে।
মঙ্গলবার ( ৬ জানুয়ারী) সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে মানদা কান্ত লাহিড়ীর স্ত্রী শান্তনা লাহিড়ী ও তার পরিবার ন্যায় বিচারের দাবিতে এ সংবাদ সম্মেলন করেছেন।

নিহত মানদা কান্ত লাহিড়ির ভাতিজা তুষার লাহিড়ী সংবাদ সম্মেলন বলেন - গত বছর ১৬ জানুয়ারিতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গুদিবাড়ি গ্রামে বখাটেপনার প্রতিবাদ করায়  আমার কাকা মানদা লাহিড়ীকে নিজ বাড়িতে প্রবেশ করে প্রতিবেশী  মশিউর রহমান, আবির রহমান ও নিবিড় রহমান অতর্কিত  ভাবে দেশী অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। আহত মানদা কান্ত লাহিড়ীকে ঘটনাস্থলে থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি করি। দীর্ঘ এগারো মাস চিকিৎসা পর আমার কাকা সিরাজগঞ্জ সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।  
তুষার লাহিড়ী আরও বলেন, বর্তমানের আসামী পক্ষ উচ্চ আদালত থেকে জামিনে এসে মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। তারা বলেছেন টাকা ময়সা দিয়ে ময়নাতদন্তের রিপোর্ট ঘুরিয়ে দেবে। আমরা এখন ময়না তদন্তের সুষ্ঠু প্রতিবেদন নিয়ে সংকিত আছি। আমার কাকার হত্যাকান্ডে ময়না তদন্তের সুষ্ঠু প্রতিবেদনের জন্য সকলের সহযোগিতার কামনা করছি। যেন সুষ্ঠ প্রতিবেদনের মাধ্যমে আমার কাকা হত্যা কান্ডের ন্যায় বিচার যেন নিশ্চিত হয়। এ সময় নিহত

মানদা কান্ত লাহিড়ির স্ত্রী শান্তনা লাহিড়ী বড় ভাই প্রানদা কান্ত লাহিড়ী ও ছেলে মনয় লাহিড়ী উপস্থিত ছিলেন।
 


Side banner
Link copied!