• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ১২:০৬ পিএম
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

রাজবাড়ীর বসন্তপুর রেল স্টেশনের সামনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে ঢাকা থেকে বেনাপোলগামী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

বসন্তপুর স্টেশন বাজার লেভেল ক্রসিংয়ের গেট কিপার মাসুম খান জানান, ধারণা করা হচ্ছে ওই নারী রাস্তায় ঘুরে বেড়ানো মানসিক ভারসাম্যহীন। রাতে রেল লাইন দিয়ে হাঁটার সময় দ্রুতগতির ট্রেনে কাটা পড়ার পর ছিটকে রেললাইনের পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যুর খবর শুনেছি। সেখানে লোক পাঠানো হয়েছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


Side banner
Link copied!