• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

মতলবের শ্রীরায়েরচরে অজ্ঞাতনামা ব্যাক্তির অর্ধগলিত লাশ উদ্ধার


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৭:৪৯ পিএম
মতলবের শ্রীরায়েরচরে অজ্ঞাতনামা ব্যাক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার বিকেল পাঁচটায় উপজেলার শ্রীরায়েরচর সেতু-সংলগ্ন ধনাগোদা নদী থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে বেলতলী নৌ ফাঁড়ির পুলিশ। বেলতলী নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, আজ দুপুরে স্থানীয় লোকজন শ্রীরায়েরচর এলাকায় ধনাগোদা নদীতে ওই ব্যক্তির (পুরুষ) অর্ধগলিত ভাসমান লাশ দেখতে পান। লাশটির পরনে কোনো কাপড় ছিল না । ব্যক্তিটির আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ হতে পারে। খবর পেয়ে তিনিসহ তাঁর ফাঁড়ির একাধিক পুলিশ-সদস্য সেখানে যান এবং বিকেল পাঁচটায় সেখান থেকে ব্যক্তিটির লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় বেলতলী পুলিশ ফাঁড়িতে আপাতত একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। এটি কোন ধরনের মৃত্যু তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।


Side banner
Link copied!