চাঁদপুরের মতলব দক্ষিণ ‘মজুমদার ফাউন্ডেশন’ নামে স্থানীয় একটি সেবাধর্মী সংগঠনের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ২০০ গরিব ও মেধাবী শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। আজ রোববার দুপুরে উপজেলার ঘিলাতলী সামাদিয়া ডিগ্রি মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ওই শিক্ষাবৃত্তি দেওয়া হয়। ফাউন্ডেশনটির বৃত্তি প্রকল্পের সভাপতি ফয়েজুর রহমান মজুমদারের সভাপতিত্বে ও মাহমুদুল হাসানের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনায় বক্তৃতা করেন ওই সংগঠনের সভাপতি ফারুক হোসেন মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গাউছুল আজম পাটোয়ারী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুনন্নাহার ও ঘিলাতলী সামাদিয়া ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশার প্রমুখ। ওই সংগঠন সূত্র জানায়, এতে উপজেলার ২২টি উচ্চবিদ্যালয়, ১২টি মাদ্রাসা ও ৩টি কলেজের ২০০ জন শিক্ষার্থীকে মোট ৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হয়। প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া হয় ২ হাজার ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি।
যারা পৃষ্টপোষকতা করেন যুক্তরাষ্ট প্রবাসী মোঃ ফারুক হোসেন মজুমদার, ডাক্তার শীলা, নাজমুল আহসান ফারুক পাটোয়ারী,
মনিরুজামান মজুমদার, ফারিহা মজুমদার, কাউসার প্রধানীয়া, ইমন মজুমদার,সফিকুর রহমান, জিল্লুর রহমান তরুন, জয়নাল আবেদীন মিয়া মোঃ ফয়েজ জিসান আহমেদ আমিনুল ইসলাম চৌঃ কৃষিবিদ সোলেয়মান যুক্তরাষ্ট্র গোলাম মোস্তফা রিপন, লিলি, রাফিয়া মজুমদার সাব্বির মজুমদার ইংল্যান্ড প্রবাসীসৈয়দ মোর্শেদ মানিক ইরেজা নাসের মজুমদার অষ্টেলিয়া প্রবাসী নাজির উদ্দিন পাঠোয়ারী, ইটালী প্রবাসী সামিয়া মজুমদার, মোঃ মহসিন আরো অনেকেই।।
আপনার মতামত লিখুন :