• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

ইরানের রাষ্ট্রদূত সিরাজগঞ্জ চেম্বারের নেতাদের সাথে মত বিনিময় করলেন


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৮:১১ পিএম
ইরানের রাষ্ট্রদূত সিরাজগঞ্জ চেম্বারের নেতাদের সাথে মত বিনিময় করলেন

ইরান ও বাংলাদেশে যৌথ ব্যবসা বাণিজ্য সম্পর্কিত বিষয়ে সিরাজগঞ্জ চেম্বাব অব কর্মাসের নেতাদের সাথে মতবিনিময় করলেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি। 

শনিবার (৪ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের হল রুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় চেম্বারের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলায় শিল্প প্রতিষ্ঠান স্থাপন এবং দুই দেশের পণ্য আমদানি রফতানির বিষয়ে নানা বিষয়ে উপস্থাপন করেন। পাশাপাশি সিরাজগঞ্জের অর্থনৈতিক অঞ্চল এবং বিসিক শিল্পপার্কের নানা সুবিধা তুলে ধরে সেখানে ইরানের ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান জানান। এছাড়াও জেলার দুগ্ধজাত পণ্য, তাঁত ও কম্বল শিল্প, সরিষা এবং দেশীয় প্রজাতির মাছের সম্ভাবনার নানাদিক উপস্থাপন করেন চেম্বারের প্রেসিডেন্ট।

 

এ সময় ইরানী রাষ্ট্রদূত মানসুর চাভোাশি সিরাজগঞ্জের দুগ্ধজাত পণ্য ও তাঁতের তৈরি পণ্যসহ বিভিন্ন শিল্পের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও সিরাজগঞ্জ জেলায় যৌথ বিনিয়োগে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাবনায় সাড়া দিয়ে সিরাজগঞ্জ চেম্বারের নেতাদেরকে ইরানে গিয়ে বাণিজ্যি আলোচনা করার জন্য আমন্ত্রণ জানান।

 

মতবিনিময় সভায় রাষ্ট্রদূতের স্ত্রী জারা চাভোশিসহ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের অন্যান্য নেতা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


Side banner
Link copied!