সিরাজগঞ্জে চাঞ্চল্যকর পূর্ণিমা ধর্ষন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জহুরুল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করেছেন পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে উল্লাপাড়া থানা পুলিশ অভিযুক্ত জহুরুলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় । তিনি উপজেলার পূর্বদেলুয়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
জানা যায়, ২০০১ সালে কিশোরী পূর্ণিমা রাণীকে ধর্ষণের অভিযোগে তার বাবা অনিল চন্দ্র বাদী হয়ে ১৬ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। ২০১১ সালে উক্ত মামলায় আদালত ১১ জন আসামিকে যাবজ্জীবন সাজা এবং প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা প্রদান করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জন সাজাপ্রাপ্তকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, সাজাপ্রাপ্ত জহুরুল ইসলাম দীর্ঘদিন দেশের বাইরে পলাতক ছিলেন। পূর্ণিমা ধর্ষণ মামলায় অভিযুক্ত তিনি। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :