হবিগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবসে ওয়াকথন প্রতিযোগিতা, র্যালী, পায়রা ও বেলুর উড়ানো, মুক্তআড্ডা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্টানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাশেদুজ্জামান।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংসু সোম মহান, বৈষম্য বিরুধী আন্দোলনের নেতারা । এর আগে র্যালী ও ওয়াকথন প্রতিতেগোগিতা অনুষ্টিত হয়। প্রতিযোগিতাটি নিমতলা থেকে শুরু হয়ে রাজনগর ও বেবীষ্ট্যান্ড হয়ে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। ওয়াকথন প্রতিযোগিতায় পুরষ্কার লাভ করেন ছাত্রজনতার ক্যাটাগরিতে আরিফুর রিফাত, জুলাইকণ্যায় আফসা জাহান, বয়ষ্ক ক্যাটাগরিতে এটিএন বাংলার প্রতিনিধি আব্দুল হালীম।
আপনার মতামত লিখুন :