• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

শায়েস্তাগঞ্জ রেলওয়ে অব্যবহৃত কোয়ার্টারে চলছে অসামাজিক কাজ ও মাদক বিক্রি


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৯:৫৪ পিএম
শায়েস্তাগঞ্জ রেলওয়ে অব্যবহৃত কোয়ার্টারে চলছে  অসামাজিক কাজ ও মাদক বিক্রি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে অব্যবহৃত কোয়ার্টার দুর্বৃত্তদের দখলে। অসামাজিক কার্যকলাপ ও হোটেল ব্যবসা পাশাপাশি ছিনতাইকারী ও মাদক বিক্রি আস্তানা হিসেবে বেঁচে নিয়েছে একটি কুচক্রি মহল। এতে প্রতিবাদ করার কেউ নেই ? 

জানা যায় , শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন ঐতিহ্যবাহী স্টেশন । এ স্টেশন ঐতিহ্যকে নষ্ট করার জন্য বছরের পর বছর অযত্নে থাকা শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের দু'পাশে রেলওয়ে অব্যবহৃত কোয়ার্টারে বেশকিছু ঘর বেদখল হয়ে গেছে ।

 

হাতে গোনা কয়েকজন রেলওয়ে শ্রমিক ও কর্মচারী শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে চাকরি করেন এবং আবার কেউ কেউ অন্যান্য স্টেশন এলাকায় চাকুরী করেন । শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় বহিরাগত পরিবার ও অবসরপ্রাপ্ত রেল শ্রমিক - কর্মচারী পরিবার অব্যবহৃত রেল কোয়ার্টারে বসবাস করে পরিবেশ নষ্ট করে যাচ্ছে । এসব কোয়ার্টার অসামাজিক কার্যকলা , মাদক বিক্রি , মাদক সেবন , চোর - ডাকাত ও ছিনতাইকারীদের আস্তানা । 

 

স্থানীয় সূত্রে জানা যায় , শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র মোঃ ছালেক মিয়া নেতৃত্বে ভোট ব্যাংক বাড়ানো উদ্দেশ্যে অব্যবহৃত রেল কোয়ার্টারে বহিরাগত লোকজন কে আস্তানাটি দিয়েছেন।

 

রেল কর্মচারী - শ্রমিককে আঁতাত করে অব্যবহৃত কোয়ার্টারে বহিরাগত লোকজন বসবাস করছে । রেল কর্মচারী - শ্রমিকরা এসব বাসা দখল করে প্রতি মাসে হাজার হাজার টাকা গুনছে । আবার কেউ দখল করে নিয়ে মোটা অংকের টাকা দখল বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ পাওয়া যায় ।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!