• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

মহাশ্মশান পরিদর্শন করেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৮:০৫ পিএম
মহাশ্মশান পরিদর্শন করেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ

চাঁদপুরের মতলব পৌরসভার দাসপাড়া নির্মানধীন মহাশ্মশান পরিদর্শন করেন চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান যুবঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিনয় ভূষন মজুমদারসহ নেতৃবৃন্দরা । 

 

গত ৩০ ডিসেম্বর সোমবার মতলব সদর ওয়ার্ডের দশপাড়া দাস বাড়ী সংলগ্ন নির্মানধীন মহাশ্মশান পরিদর্শন করেন । এ সময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক নির্মল রায়, সদস্য আশিষ মজুমদার, চাঁদপুর সদর উপজেলা হিন্দুু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাসুদেব মজুমদার, মতলব পৌর হিন্দুু বৌদ্ধ খৃষ্টন ঐক্য পরিষদের সদস্য সচিব উৎপল চন্দ , উপজেলা যুবঐক্য পরিষদের আহবায়ক সমির ভট্রাচার্য্য, জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি প্রফেসার সুখরঞ্জন দাস প্রমূখ ।

 

এ সময় জেলা হিন্দুু বৌদ্ধ খৃষ্টন ঐক্য পরিষদের বিনয় ভূষন মজুমদার বলেন সনাতন সম্প্রদায়ের সকল মানুষের শেষ ঠিকানা এই মহা শ্মশান। এখানে সকলকে এগিয়ে আসতেই হবে। এই মহতী কাজে আমি আমার সাধ্য মতে সর্বোচ্চ সহযোগিতা করব এবং সকলকে সহযোগিতা হাত বারিয়ে দিতে আহবান জানান।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!