• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

মতলব জগন্নাথ দেব মন্দিরে ৮দিন ব্যাপী হরিনাম মহাযজ্ঞ সম্পন্ন


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৯:৪১ পিএম
মতলব জগন্নাথ দেব মন্দিরে ৮দিন ব্যাপী হরিনাম মহাযজ্ঞ সম্পন্ন

নগর কির্তীন ও সি্ঁদুর খেলার মধ্যদিয়ে চাঁদপুরের  মতলব দক্ষিনের ঐতিয্যবাহী  শ্রীশ্রী জগন্নাথ দেব মন্দিরে ৬৪ প্রহর ৮ দিন ব্যাপী ৭১ তম বার্ষিক হরিনাম মহাযজ্ঞ শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে সম্পন্ন হয়েছে ।

গত ২২ ডিসেম্বর রবিবার রাতে শত শত নারী পুরুষ ভক্তবৃন্দের উপস্থিতে মাঙ্গলিক কার্য ও শুভ অনধিবাসের মধ্যদিয়ে মহাযজ্ঞের শুভ সুচনা অনুষ্ঠিত হয়। ২৩ ডিসেম্বর সোমবার অরুনোদয় হইতে বিরতিহীন ভাবে আজ ৩১ ডিসেম্বর মঙ্গলবার রজনী প্রভাতে নগর কীর্তনের মধ্যদিয়ে সমাপ্ত হয় হরিনাম মহাযজ্ঞ । আজ মঙ্গলবার দ্বীপপ্রহরে মহাপ্রভূর রাজভোগ মহা প্রসাদ বিতরন অনুষ্ঠিত হবে । 

এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ,  সহ সভাপতি নারায়ন চন্দ্র সাহা,  গনেশ ভৌমিক, কৃষ্ণ গোপাল ঘোষ, সাধারন সম্পাদক  চন্দন সাহা সাবেক সাধারন সম্পাদক রাধাকৃষ্ণ সাহা, যুগ্ম সাধারন সম্পাদক সুকুমার ঘোষ, কোষাধক্ষ্য বিলাস সরকার , হিসাব রক্ষক সৌভাগ্য দাস,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বাদল নন্দী, পৌর হিন্দুু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব উৎপল চন্দ,  যুব ঐক্য পরিষদের সভাপতি সমীর ভট্টাচার্য, সাধারন সম্পাদক চন্দন বিশ্বাষসহ কয়েক হাজার নারী পুরুষ ভক্তবৃন্দরা । এ বছর হরিনাম পরিবেশন করবেন ১১ টি দল।

সুস্ঠ ও সুন্দর পরিবেশে  হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন হওয়ায়  প্রশাসনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান মন্দির কমিটির সভাপতি শাংকর রাও নাগ, সাধারন  সম্পাদক চন্দন সাহা । 


Side banner
Link copied!