হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বন্যা থেকে রক্ষা জন্য খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ বাঁধ মেরামত না হয়ায় উপজেলার পৌরশহর ও ইউনিয়নের বাসিন্দা কয়েক হাজার মানুষ দুশ্চিন্তায় ও আতংকিত হয়ে পড়েছেন।
সরজমিনে গিয়ে দেখা যায় , বাঁধের অনেক স্থান নদী গর্ভে ধ্বসে পড়ছে। বন্যার সময় বাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করে ।
গত আগস্ট মাসে ভারত থেকে নেমে আসা বন্যার পানি খোয়াই নদীর বাঁধ উপচে পড়লে মাটি ভরাট বস্তা দিয়ে উপচে পড়া পানির গতি রোধ করা হয় । তখন শায়েস্তাগঞ্জ উপজেলা পৌর শহর ও ইউনিয়নবাসী নদী ভাঙ্গনের ভয়ে রাত জেগে খোয়াই নদীর বাঁধ পাহাড়া দিয়েছিলেন ।
চার মাস ধরে খোয়াই নদীর বাঁধ মেরামত না করায় ক্ষোভ প্রকাশ করেন উপজেলাবাসী । এদিকে শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ বিষয়ে মেরামত জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সঙ্গে বরাবর যোগাযোগ করে ও প্রতিকার পাওয়া যায় নি বলে বাঁধের পাশে এলাকার কয়েকজন লোক জানান । ঝুঁকি পূর্ণ স্থান দিয়ে খোয়াই নদী বাঁধ ভাঙা দিলে সরকারি অফিস , বেসরকারি অফিস , স্কুল - কলেজ , মাদ্রাসা , হাটবাজার , রেলওয়ে স্টেশন , মাজার শরীফ , মসজিদ ,পুকুর - দিঘির মাছ , কৃষি জমি ও ঘর বাড়ি তলিয়ে যাবে । এতে কয়েক হাজার কোটি টাকা ক্ষতি সাধন হবে । হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী হাবিবুর রেজা এ ব্যাপারে বলেন , শায়েস্তাগঞ্জ খোয়াই নদীর বাঁধের ঝুঁকি পূর্ণ অংশে মেরামত করার জন্য নকশা প্রণয়ন হচ্ছে । দরপত্র আহবান করে আগামী এক মাসের মধ্যে মেরামত কাজ শুরু হবে বলে আশা করছেন ।
আপনার মতামত লিখুন :