কর্মকার বাড়ী সার্বজনীন শ্রী্শ্রী রাধাকৃষ্ণ জিউর মন্দিরে ৪দিন ব্যাপী ৩২ প্রহর ১২৯ তম বার্ষিকী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে । আগামী সোমবার ভোর রাতে নগর কীর্তনের মধ্যদিয়ে সমাপ্ত হবে । গত ২৯ ডিসেম্বর অরুণোদয় শুভ অধিবাসের মধ্যদিয়ে শুরু হয় এ উৎসব । এবং ২২ ডিসেম্বর রবিবার নিশি আবসনে সমাপ্ত। সোমবার দীপপ্রহরে মহা প্রভূর মহা প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে ।
এ সময় উপস্থিত ছিলেন উৎসব উদযাপন কমিটির সভাপতি অর্জুন শিংহ, সহ সভাপতি মধু শিংহ সুজন সুত্রধর, সাধারন সম্পাদক সুকদেব মন্ডল ও দুলাল শীল, উপদেষ্টা রনজিত গোশ্বামী, জয়কৃষ্ণ শিংহ,দিলিপ কর্মকার,সুনিল মাষ্টার, অরুন দত্ত, শংকর পাল, দুলাল হালদার, হারাধন কর্মকার, মন্দির কমিটির সভাপতি প্রদীপ কর্মকার ও সাধারন সম্পাদক সুখরঞ্জন কর্মকার, যুগ্ম সাধারন সম্পাদক শ্যামল কর্মকর্তা, শান্তি কর্মকার, কুষাধ্যক্ষ বাসু কর্মকার এলাকার যুব সমাজসহ শত শত নারী পুরুষ ভূক্তবৃন্দরা ।
উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন উৎসব কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকসহ ভক্তবৃন্দরা ।
আপনার মতামত লিখুন :