উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হবিগঞ্জ শাখার বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উক্ত পরীক্ষা চলছিলো।
এসোসিয়েশনের অর্ন্তভুক্ত ২২ টি কেজি স্কুলের শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির প্রায় ১২শ কোমলমতি শিক্ষার্থী বাংলা, ইংলিশ ও গণিত বিষয় পরীক্ষায় অংশ নেয়।
এসোসিশনের সভাপতি মোঃ সাদাত হাসাইন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বন্ধু মঙ্গল রায়ের সার্বিক পরিচানায় পরিক্ষা চলাকালীনে হল সুপারের হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শাহেদ আলী। যুগ্ম হল সুপার ছিলেন মোঃ আয়াত আলী ও মোঃ রহমত আলী। সহকারী হল সুপার ছিলেন ক্বারী মাওলানা মোঃ তৈয়ব আলী মোজাহিদী, ক্বারী মাওলানা মোঃ রফিকুল ইসলাম, মোছাঃ মাসুদা আক্তার।
উল্লেখ্য, সকাল ৯টার মধ্যে ক্ষুূদে শিক্ষার্থীরা তাদের মা বাবা ও অভিভাবকগণ বিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেন। মুহুর্তের মধ্যে জনস্রুতের মিলন মেলায় পরিনত হয় বিদ্যালয় ক্যাম্পাস। প্রতিটি শিক্ষার্থীর মূখে ছিলো আনন্দের হাসি।
তাছাড়া পরিক্ষার্থীদের নিজ নিজ আসনে বসিয়ে অভিভাবকগণ ক্যাম্পাসের বাহিরে গিয়ে দাড়িয়ে অপেক্ষার প্রহর গুণছেনপরিক্ষা শেষ হলে সন্তানকে ফিরিয়ে নিতে। এ সময় অভিভাবকদের ভীড়ে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।
সুন্দর ও মনোরম পরিবেশ বজায় রেখে সু্ষ্টভাবে বৃত্তি পরিক্ষা অনুষ্টিত হয়ায় অভিভাবকগণ সন্তোষ প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :