সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মৌলারপার গ্রামে আগুনে পুরে যাওয়া ক্ষতিগ্রস্ত চার পরিবারের মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার মৌলারপার গ্রামে ফজলু নিয়ার বাড়িতে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত চারটি পরিবার'কে চারটি করে কম্বল, তিন প্যাক করে খাবার সামগ্রী বিতরণ করা হয়। আগুনে পুড়ে যাওয়া আবাসনের ক্ষতিগ্রস্ত ঘরগুলো ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন তিনি। দ্রুত সময়ের মধ্যে ঘরগুলো মেরামত করে দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাসহ দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে বলেও জানান অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল।
এসময় উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আম্বিয়া আহমেদ, বাংলাবাজার ইউপির চেয়ারম্যান আবুল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে প্রতিপক্ষের অগ্নিসংযোগে। মুহুর্তের মধ্যেই ঘুরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে চারটি পরিবারে শাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
আপনার মতামত লিখুন :