• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

টংগীতে জোড় ইজতেমা কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৩,আহত প্রায় অর্ধশত


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ০৭:২১ পিএম
টংগীতে জোড় ইজতেমা কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৩,আহত প্রায় অর্ধশত

টংগী বিশ্ব ইজতেমা ময়দানে যোবায়ের ও সাদপন্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এতে ৩ জন নিহতের খবর পাওয়া গেছে, আহত হয়েছে আনুমানিক ৫০ জনের মতো৷ 

আজ বুধবার রাত ৩টায়  দিকে এই সংঘর্ষের ঘঠনার সুত্রপাত শুরু হয়। 

সকাল ৭.৩০ মিনিটের সময় টংগী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তারা হলেন, কিশোরগন্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামের বাচ্চু মিয়া,(৭০) এবং ঢাকার দক্ষিণ খানের বেরাঈদ এলাকার বেলাল (৬০)।  ওসি আরো বলেন, তাদের মধ্যে একজন টংগী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে অপরজন ঢাকার হাসপাতালে নেওয়ার পথে মারা যান। 

স্থানীয় সুত্র জানায়, রাত ৩টার দিকে সাদপন্থীরা তুরাগনদীর পশ্চিম তীর থেকে কামার পড়া ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমার মাঠে প্রবেশ করতে শুরু করে। সেই সময় মাঠের ভেতর থেকে যোবায়ের পন্থীরা পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাদ পন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ধাওয়া পাল্টা শুরু হয়৷ 

টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্মকর্তা হাফিজুল ইসলাম নিহত ও আহতদের সংবাদটি নিশ্চিত করেন।
 


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!