• ঢাকা
  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৬ পৌষ ১৪৩১

সাংগঠনিক তৎপরতা চালানোয় ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ০৪:৫৮ পিএম
সাংগঠনিক তৎপরতা চালানোয় ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সাংগঠনিক তৎপরতা চালানো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

 

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে এ তিনজনকে মাধবপুর থানা থেকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয় এবং সেখান থেকে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

গ্রেপ্তারকৃতরা হলেন- ছাতিয়াইন উত্তর গ্রামের নিখিল সরকারের ছেলে দিপঙ্কর সরকার (২৮), মৃত ফেরু মিয়ার ছেলে খলিল মিয়া (৩২) ও ছাতিয়াইন দক্ষিণ গ্রামের আব্দুল হাসিমের ছেলে সাদ্দাম হোসেন (৩০)।

 

ওই তিনজন গত সোমবার গভীর রাতে ‘নিষিদ্ধ সংগঠন’ ছাত্রলীগের ব্যানারে বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন করে সেই কর্মকাণ্ডের চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করেন।

 

পরে মঙ্গলবার রাতে তাদের আটক করে থানায় নেওয়া হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।

 

 

তিনি বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের’ তৎপরতা চালানোর সময় এ তিনজনকে আটক করা হয়। এছাড়া গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় তাদের অংশ নেওয়ার তথ্য পাওয়া গেছে।

এসব ঘটনার মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!