• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মতলব দক্ষিনে শহিদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্ভোধন


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ০৪:৪৫ পিএম
মতলব দক্ষিনে শহিদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্ভোধন

মহান বিজয় দিবস উপলক্ষে মতলব দক্ষিনে শহিদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে সিজন ১ এর শুভ উদ্ভোধন করা হয়েছে । উক্ত উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত চাঁদপুর ২ আসনের সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার সুযোগ্য সন্তান সংসদ সদস্য পদপ্রার্থী জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক তানভীর হুদা ।

 

১৮ ডিসেম্বর সকাল ১০ টায় মতলব ঐতিহ্যবাহী নিউ হোস্টেল মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি বিলাল হোসেন মিধা, অনুষ্টান সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক মিজানুর রহমান কাজল।

 এ সময় বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র শাহ গেয়াস । উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি এম মতিন, বিএনপির নেতা দেওয়ান মোঃ সুরুজ টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব সাইদুল ইসলাম শিবলু ।  

এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা ডাঃ নুরে আলম অভি, আজিজুল ইসলাম বাবু, আলমাছ প্রধান, মাহবুবুর রহমান, সদস্য আজিজুল ইসলাম বাবু, সাইফুল ইসলাম লিংকন, সারোয়ার ফরাজী, আশ্রাফুল জাহান শাওলিন,মাহবুল আলম, ইব্রাহিম সুমন, মাহমুদুল হাসান অনিক, ফয়সাল আহম্মেদ, আজারুল ইসলাম শিফাত, রাহাত গাজী, সিয়াম আহম্মেদ, আনাস, মাহতাবসহ দলীয় নেতা কর্মী ও কয়েক হাজার ক্রিকেট প্রেমিরা । 

 

উদ্ভোধনী খেলায় অংশগ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনাম তুহিন স্পোটিং ক্লাব ঢাকা গাজীপুর । প্রথমে ব্যাট করতে নেমে বৈষম্য বিরোোধী ছাত্র আন্দোলনের খেলোয়াররা ১৭৯ করে । ১৮০ টারগেকে খেলতে নেমে ৬ উইকেটে জয় লাভ করে তুহিন স্পোর্টিং ক্লাব ঢাকা । খেলা পরিচালনা করেন আজিজুল ইসলাম বাবু ও মোঃ সোলেমান। ধারাবিবরনী দেন ফয়সাল আহম্মেদ । ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার দেন স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি, মিডিয়া পার্টনার হিসাবে ছিলেন ধনাগোদা বর্তা ।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!