• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সাভারে স্বর্গীয় কেনেট কস্তা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


FavIcon
মোঃআলী হোসেন,সাভারঃ
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ০৯:০৯ পিএম
সাভারে স্বর্গীয় কেনেট কস্তা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাভারে স্বর্গীয় কেনেট কস্তা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে । গত সোমবার ( ১৬ ই ডিসেম্বর ) বিকেলে মি. হেমন্ত পালমার বাড়ির সামনের মাঠ প্রাঙ্গনে এই খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি খ্রীষ্টান কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সেক্রেটারি মি. মাইকেল জন গমেজ। খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইয়াই এম সি এ এর প্রাক্তন প্রেসিডেন্ট মি. বাবু মার্কুস গমেজ, গেস্ট অব অর্নার ছিলেন বাংলাদেশ ওয়াই এম সি এ এর জাতীয় পরিষদের প্রেসিডেন্ট মিস. মার্সিয়া মিলি গমেজ। এ সময় আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আহবায়ক মি. রক আগষ্টিন কস্তা, দেওগাঁও অগ্রণী যুব সংঘ এর সভাপতি মিস. শৈলী কস্তা। উক্ত খেলায় ট্রাইবেকারের মাধ্যমে ২-১ গোলের ব্যবধানে লিভারপুলকে হারিয়ে এসি মিলান চ্যাম্পিয়ন হয়।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!