বিভাগীয় সাংগঠনিক টিম ও জেলা বিএনপির নির্দেশনা উপেক্ষা করে অগঠনতান্ত্রিকভাবে বিভিন্ন ওয়ার্ডের পকেট কমিটি গঠন করার প্রতিবাদে সম্মলিত বিএনপির প্রতিবাদ সভা ১৬ ডিসেম্বর ররিবার বিকাল ৩ টায় মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধার সভাপতিত্বে ও মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র মোঃ শাহগিয়াসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এম.এ শুক্কুর পাটওয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন হিরু,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন,সাবেক সহ-সভাপতি কবির হোসেন খান, জেলা বিএনপির সদস্য মোল্লা মোঃ জাকির হোসেন, বিএনপি নেতা হাজী জাকির হোসেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান, বৃহত্তর মতলব ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও উপজেলা বিএনপির সদস্য ক্রীড়া সংগঠন মেজবাহ উদ্দিন মেজু,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোঃ আলাউদ্দিন,নারায়ণপুর ইউনিয়ন বিএনপি নেতা হারুনুর রশিদ পাটওয়ারী,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহমুদ উল্যাহ বাবুল, পৌর যুবদলের সাবেক আহায়ক জসিম উদ্দিন মিয়াজী, মতলব ডিগ্রি কলেজের সাবেক ভিপি জিএম খলিলুর রহমান, নায়েরগাঁও উত্তর বিএনপি নেতা আব্দুল মান্নান সরকার, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক রাসেল মজুমদার,নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপি নেতা লোকমান হোসেন প্রধান,নায়েরগাঁও উত্তর যুবদল নেতা সিরাজুল ইসলাম,উপজেলা বিএনপির সদস্য ইব্রাহিম তালুকদার,উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক বজলুর রহমান পাটওয়ারী,উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ শামীম হোসেন মিয়াজী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী জামান,জেলা যুবদলের সম্পাদক এমএ আজিজ ঢালী, নারায়ণপুর ইউনিয়ন বিএনপি নেতা মিঞা মোঃ মামুন,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ইলিয়াছ হোসেন মিয়াজী, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক সাইদুল ইসলাম শিপলু,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম মিয়াজী, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রেহান উদ্দিন রাজন,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জানে আলম বাবু, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সারোয়ার ফরাজী,মতলব ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ রাজিব সরকার, ছাত্রদল নেতা মোঃ জুয়েল প্রমুখ। প্রধান অতিথি বলেন আগামীর রাষ্ট নায়ক তারেক রহনানসহ দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিভিন্ন ওয়ার্ডে যে পকেট কমিটি গঠন করা হয়েছে তা খুব তারাতারি বাতিল করা হবে।সকল ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন,মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোটারিয়ান রেদওয়ান আহমেদ জাকির।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :