হবিগঞ্জে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৪ ডিসম্বর) সকাল ১০টায় দূর্জয় হবিগঞ্জে পুষ্প স্তবক অপর্ন করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন করে আলোচনা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংসু সোম মহান'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.মোঃ ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃরেজাউল হক খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম জুয়েল।
এতে বক্তারা বলেন, আজ দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করছে, রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের সম্পর্কে আজ সজাগ থাকতে হবে। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা কে নিয়ে বিশ্বাস করে তাদের কে ঐক্যবদ্ধ থাকতে হবে ।
আপনার মতামত লিখুন :