• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সাংবাদিক অধিকার বাস্তবায়ণ সংস্থার মিলন মেলার আয়োজন


FavIcon
মো: আল হেলাল
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৪, ১১:৪৫ পিএম
সাংবাদিক অধিকার বাস্তবায়ণ সংস্থার মিলন মেলার আয়োজন

টংগী গাজীপুরে সাংবাদিক অধিকার বাস্তবায়ণ সংস্থার নিজ কার্যালয়ে সাংবাদিকদের মিলন মেলা ও জমকালো অনুষ্ঠানের সভা অনুষ্ঠিত হয়েছে।

 

১৩ ডিসেম্বর-২০২৪ ইং রোজ শুক্রবার, দুপুর ২:৩০ মিনিটে মিলন মেলার অনুষ্ঠানটি কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়। উক্ত মিলন মেলা অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত সংগঠনের সাংবাদিক সহযোদ্ধাদের সাথে আলোচনা ও মত বিনিময় সভার আয়োজন করা হয় । 

সভার আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন, সাংবাদিক অধিকার বাস্তবায়ণ সংস্থার সভাপতি মোঃ সুমন চৌধুরী, অনুষ্ঠান পরিচালনা করেন মো: আল হেলাল (সাংগঠনিক সম্পাদক) আরো উপস্থিত ছিলেন সিহাব আহমদ, হাজী নাজির খান, পারভীন আক্তার, সুজন আহমেদ, হাসনাৎ উল্লাহ, আবির হোসেন. মোঃ মানিক হোসেন বিজয়, মাহমুদুল হাসান, মীর মোঃ আঃ হালিম ও নয়ন মুনির। 

সংগঠনের মিলন মেলার আলোচনা সভায় সভাপতি মোঃ সুমন চৌধুরী বলেন, সাংবাদিক অধিকার রক্ষা, অর্থনৈতিক মুক্তি, ব্যক্তিগত সুরক্ষা, সামাজিক কল্যান এবং পেশাগত দক্ষতা উন্নয়নের নিমিত্তে আমাদের এক হয়ে কাজ করতে হবে, একে অপরের পাশে দাড়াতে হবে। কেন্দ্রীয় কমিটির নিবন্ধনের পরে আমরা বিভাগীয় কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটির মাধ্যমে বাংলাদেশে প্রতিটি জেলায় আমাদের দক্ষ টিম গড়ে তুলতে হবে। অনেক সাংবাদিক পেশাগত দায়িত্বকালীন সময়ে যেনো নির্যাতনের শিকার না হতে হয় সেই বিষয়ে আমরা একতাবদ্ধ হয়ে তাদের পাশে দাড়াবো। 

তিনি আরো বলেন, যেই সকল সাংবাদিকদের প্রশিক্ষন নেই তাদেরকে আমরা প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ সাংবাদিক হিবেসে গড়ে তুলবো বলে পরামর্শ দেন।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!