• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

কামারখন্দ মুক্ত দিবসে-পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৪, ০৭:০৯ পিএম
কামারখন্দ মুক্ত দিবসে-পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা

নানা আয়োজনের মধ্য দিয়ে কামারখন্দ মুক্ত দিবস পালিত হয়। এ উপলক্ষে শুক্রবার সকালে (১৩ ডিসেম্বর) মুক্ত দিবস স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়। কামারখন্দ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন। পরবর্তিতে মুক্ত দিবস স্মৃতি সৌধ প্রঙ্গনে জাতিয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কামারখন্দের ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি বিশাল র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।  

র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, সকল শহীদদের প্রতি সন্মান জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার অনামিকা নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৩ ডিসেম্বর কামারখন্দ মুক্ত দিবস,প্রথম জাতিয় পতাকা উত্তোলন ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার গাজী মো. শাহাদত হোসেন ফিরোজী, বীর মুক্তিযোদ্ধা আলী কবীর হায়দার ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম প্রমুখ।

উল্লেখিত,অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কামারখন্দের শহীদ মুক্তিযোদ্ধা ও প্রায়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য বৃন্দ।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!