বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালী, আলোচনাসভা ও জয়িতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা পরিকার্যালয় চত্বর থেকে র্যালী শুরু হয়ে সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো নাজমুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ বদরুদ্দোজা, থানা নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মুজাহিদ হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শহিদুল হক বাবুল, জমায়াত ইসলাম মোরেগঞ্জ উপজেলা আমির মাওলানা মোঃ শাহাদাত হোসন,পৌর বিএনপি আহবায়ক সিকদার ফরিদুল ইসলাম,যুগ্ন আহ্বায়ক ফারুক হোসেন সামাদ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস।আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে ৫ জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় জাতীয়তাবাদী দল ও জামায়াত ইসলাম মোরেলগঞ্জ উপজেলা, পৌর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেনীপেশার মানুষসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :