
খুলনা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর বেলা ১২ টার সময় সোনাডাঙ্গা বাস টার্মিনালে মালিক সমিতির অফিস কক্ষে খুলনা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস-এর সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়। এসময় গত ০৪/১২/২৪ইং তারিখের অনাকাঙ্খিত ঘটনার জন্য খুলনা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে সভাপতি আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস সহ অন্যান্য মালিক সমিতির নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ সহ নিন্দা জ্ঞাপন করেছেন। সভায় সকল নেতৃবৃন্দের সম্মতিতে আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস বলেন এই ঘটনার সঙ্গে যাহারা জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান। বারবার কেডিএ কর্তৃপক্ষকে নিরাপত্তা বেষ্টনী দেওয়াল দেওয়ার অনুরোধ করা সত্ত্বেও না করার কারনে টার্মিনালে ব্যবহারকারী মালিকরা নিরাপত্তাহীনতার ভিতরে অবস্থান করিতেছে। বিধায় অতিসত্ত্বর নিরাপত্তা বেষ্টনী দেওয়াল দেওয়ার জন্য জোর দাবি জানানো হয়। এছাড়াও যে সকল গাড়িগুলি ক্ষতিগ্রস্ত হইয়াছে তাহার ক্ষতিপুরন দাবি করছি। দুরপাল্লার পরিবহন ও বিআরটিসি’র যত্রতত্র কমিশন কাউন্টার না করার জন্য সিদ্ধান্ত গৃহীত হইল। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সিদ্ধান্ত মোতাবেক দূর পাল্লার গাড়ী চলাচলের জোর দাবী জানাচ্ছি। বিআরটিসি গাড়ী সরকার ব্যতিরেখে লীজ হোল্ডাররা সড়কে চলাচল করিতে পারিবে না বলিয়া দাবী জানানো হচ্ছে। সভায় খুলনা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সদস্য সচিব মোঃ রবিউল করিম, যুগ্ম-আহবায়ক মোঃ সাইফুল মল্লিক, আন্তঃ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, খুলনা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সদস্য মোঃ ইয়াছিন মোল্লা, মোঃ হারুন অর রশিদ, লিটন কুমার দাস, রাজিব কুমার পাল ও রূপসা বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :