• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্যের পা কেটে উল্লাস


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০২:৩৫ পিএম
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্যের পা কেটে উল্লাস

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ধারালো অস্ত্রের আঘাতে ও গুলিবিদ্ধ হয়ে দুই ইউপি সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- রায়পুরার চান্দেরকান্দি ইউনিয়নের সামসু মিয়ার ছেলে ও  চাঁন্দেরকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মানিক মিয়া (৫০) ও একই এলাকার আবু খালেক মিয়ার স্ত্রী ও চাঁন্দের কান্দি ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য কল্পনা বেগম (৪২)। তারা আবিদ হাসান রুবেলের সমর্থক।

আব্দুল বাসেত মেম্বার সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও রায়পুরা আসনের এমপি রাজি উদ্দিন আহমেদ রাজুর সমর্থক। আর যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলও রাজিউদ্দিন আহমেদ রাজুর সমর্থক ছিলেন। তবে গত উপজেলা পরিষদ নির্বাচনে রাজুর সমর্থন না পাওয়ায় দূরত্ব বাড়ে।  

আহতরা হলেন- জুয়েল (৩০), রাব্বি (২২), সাব্বির (৩৮), আমির হোসেন (২১), টুটুল (৩৫), বাদল ভেন্ডার(৫৫), মারুফ মিয়া (১৫), সুফিয়া বেগম (৩৮)।

পুলিশ জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর রাজিউদ্দিন আহামেদ রাজুর এক সময়ের সমর্থক যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের সঙ্গে রাজিউদ্দিন আহামেদ রাজুর অপর সমর্থক বাসেত মেম্বারের দ্বন্দ্ব চলে আসছিল। গত উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে এই দ্বন্দ্ব আরও তীব্র হয়। এরই জের ধরে দুই পক্ষের মধ্যে একাধিকবার গুলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সব সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত-নিহত ও মামলা পাল্টা মামলা হয়। 

সর্বশেষ উপজেলা নির্বাচনে প্রচারণা চালানোর সময় প্রতিদ্বন্দ্বী ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করে যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও তার সমর্থকরা। এ ঘটনায় রুবেল গাঁ ডাকা দেয়। সম্প্রতি মামলায় জামিন নিয়ে এলাকায় এসে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এতে প্রতিপক্ষ বাসেত মেম্বার গ্রুপের সমর্থকরা বাধা দেয়। ফলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। 

শনিবার ভোরে গোলাবারুদ ও দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময়  প্রতিপক্ষ হামলা চালিয়ে আবিদ হাসান রুবেলের সমর্থক মেম্বার মানিক মিয়াকে মাটিতে ফেলে পা কেটে ফেলে। পরে প্রতিপক্ষরা পা নিয়ে উল্লাস করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে চাঁন্দের কান্দি মহিলা ইউপি সদস্য কল্পনা বেগম ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, গুলিবিদ্ধ হয়ে দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আহতাবস্থায় ৬ জন চিকিৎসা নিয়েছে। 

নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান জানিয়েছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষ সংঘর্ষে জড়ান। এই মুহূর্তে এলাকায় পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!