• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

হবিগঞ্জ মুক্ত দিবস উদযাপন


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ১২:১৩ পিএম
হবিগঞ্জ মুক্ত দিবস উদযাপন

শুক্রবার ৬ ডিসেম্বর  হবিগঞ্জ মুক্ত দিবস। র‍্যালি আলোচনা সভা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।
দিবসটি  উপলক্ষে  শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন আয়োজিত একটি র‍্যালি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শুরু হয়।

র‍্যালিটি থানা মোড় প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মোহন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, মো; শাহজাহান মিয়া, মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া। সভার সভাপতি ড. ফরিদুর রহমান বলে, ৭১ সালের ৪ এপ্রিল হবিগঞ্জের তেলিয়াপাড়াতে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মেজর জেনারেল ওসমানী পিস্তলের গুলি ছুড়ে যুদ্ধের সূচনা করেন। পরে মুক্তিযোদ্ধা আব্দুস শহীদের নেতৃত্বে হবিগঞ্জ মুক্ত হয়।  র‍্যালির পূর্ব জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলণ করা হয়। র‍্যালিতে মুক্তিযোদ্ধা ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ গ্র্রহন করেন। 
 


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!