• ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

শীতে কুড়িগ্রামে তাপমাত্রা সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ১২:১১ পিএম
শীতে কুড়িগ্রামে তাপমাত্রা সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি

কুড়িগ্রামে ঘন কুয়াশায় ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। শীতের সঙ্গে ঘনকুয়াশায় জবুথবু হয়ে পড়েছে জনপদ। সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরে কুয়াশা। ফলে শ্রমিক ও খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছে। তারা সময়মতো কাজে যেতে পারছে না। হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বেড়েছে।

আবহাওয়া অফিসের তথ্যেমতে, শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, এ মাসে তাপমাত্রা কমে ২-৩টি শৈতপ্রবাহ এ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


Side banner
Link copied!