
শরীয়তপুরে ভেদরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র পীর-মাজার পূজারী আবুল বাশার চোকদার চায়ের দোকানী থেকে এখন হাজার কোটি টাকার মালিক হয়েছেন বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন। আবুল বাশার চোকদার এক সময় ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। গত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে ভেদরগঞ্জ উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া খাল দখল করে সেবা টাওয়ার নামে দু’টি বিশাল ভবন নির্মাণ করেছেন। স্থানীয় লোকজন অভিযোগ করেছেন, সেবা টাওয়ার নামে ৭ম তলা পাকা ভবন নির্মাণের জন্য পৌরসভা কর্তৃপক্ষের অনুমতি লাগে। তিনি কোন অনুমতি না নিয়ে, কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে সরকারি খাল দখল করে পাশাপাশি দু’টি ভবন নির্মাণ করেছেন। সেবা টাওয়ার টি তার এনজিও এর নামে করা হলেও কোন প্রকার ঠিকাদার নিয়োগ না করে নিজে করেছেন বলে জানা গেছে। ফলে সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারিয়েছে। এদিকে সরকারি খাল দখল করে গড়ে তুলেছেন বিশাল বিলাসবহুল বাসভবন। যেখানে খাল দখল করে নির্মাণ করেছেন পারিবারিক কবরস্থান।
জানা গেছে, আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত সাবেক মেয়র আবুল বাশার চোকদার একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দালনের সময় গত ৩আগস্ট দলীয় কর্মী-সমর্থক নিয়ে ছাত্র আন্দোলন ঠেকাতে ঢাকার বনশ্রী এলাকায় অবস্থান গ্রহণ করেন এবং আন্দোলনকারীদের উপর হামলা চালায়। এসময় আন্দোলকারী ছাত্র-জনতা ক্ষিপ্ত হয়ে তার ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দেয়। পরে তিনি সেখান থেকে দলীয় কর্মীবাহিনী নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় এখনও তার বিরুদ্ধে কোন মামলা না হওয়ায় অনেক আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়রা জানান, ভেদরগঞ্জ পৌরসভায় নানা অপকর্মের হোতা আবুল বাশার চোকদার বর্তমানে এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন। এ বিষয়ে আবুল বাশার চোকদার মুঠোফোনে বলেন, আমি নিজের জায়গায় ভবন নির্মাণ করেছি, সেবা নামে যে টাওয়ার তা নিয়ম মোতাবেক টেন্ডারের মাধ্যমে করেছি। কাগজপত্র আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কাগজপত্র বাংলাদেশ ব্যাংকে জমা আছে, সেখানে গিয়ে খোঁজেন।
আপনার মতামত লিখুন :