• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রাহায়ণ ১৪৩১

মতলবের বাইশপুর হরিঠাকুর মন্দিরে ২ দিন ব্যাপী হরিনাম মহাযজ্ঞ সম্পন্ন


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০৮:৩৩ পিএম
মতলবের বাইশপুর হরিঠাকুর মন্দিরে ২ দিন ব্যাপী হরিনাম মহাযজ্ঞ সম্পন্ন

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মতলব পৌরসভার ১ নং ওয়ার্ডের দক্ষিন বাইশপুর শ্রী্শ্রী হরিঠাকুর মন্দিরে ১০৫ তম বার্ষিক ১৬ প্রহর (২) দিন ব্যাপী হরি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে । দক্ষিন বাইশপুর যুব সমাজের আয়োজনে গত ২ ডিসেম্বর শুভ অধিবাসের মধ্যদিয়ে তারকব্রহ্ম হরি মহানাম যজ্ঞের শুভ সুচনা হয়। আগামী ৫ ডিসেম্বর উষা লগ্নে সিঁদুর খেলা ও নগর কিত্তনের মধ্যদিয়ে সমাপ্ত হবে । 

হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠানে সকলকে উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন হরি ঠাকুর মন্দির উৎসব কমিটির সভাপতি জহরলাল দাস ও সাধারণ সম্পাদক অধ্যাপক সুকরঞ্জন দাস।  

এ সময় উপস্থিত ছিলেন হরি মন্দির কমিটির সহ-সভাপতি সৌভাগ্য দাস, রামেশ্বর দাস, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম সরকার,  উৎপল চন্দ্ ,অজিত দাস ,কোষাধ্যক্ষ সহদেব দাস ,  সাংগঠনিক সম্পাদক রতন দাস,  সহ সাংগঠনিক সম্পাদক লিটন সরকার , প্রচার সম্পাদক জগন্নাথ দাস , সদস্য সুমন সরকার , রিপন দাস,  কাঞ্চন দাস, বিকাশ বিশ্বাষ, অভি দাস,  সুব্রত দাস, বিধান দাস, বাপ্পী দাস, দিলিপ পাল, আর্মিত বিশ্বাষ, নিতাই নাগ, কার্তিক দাস, শুভ দাস, পরিমল দাসসহ কমিটির সকল সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ শত শত নারী পুরুষ ভক্তবৃহন্দরা ।
 


Side banner
Link copied!