• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রাহায়ণ ১৪৩১

যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মতলব মুক্ত দিবস


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০৭:৫৭ পিএম
যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মতলব মুক্ত দিবস

যথাযোগ্য মর্যাদায় এবং নানা কর্মসৃচীর মধ্য দিয়ে  মতলব দক্ষিণ উপজেলায় ৪ ডিসেম্বর মুক্ত দিবস পালিত হয়েছে।সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, দশটায় দীপ্ত বাংলা পাদদেশে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা,থানা পুলিশ, সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন শহীদ মুক্তিযুদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে  মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণমূলক অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন মতলব মুক্ত দিবস উদযাপন কমিটির আহবায়ক ও মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা। এসময় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার ভূমি জাবেদ হোসেন চৌধুরী, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদ,বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী জসিম উদ্দিন, মতলব পৌর বিএনপি'র সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান  মোঃ শফিকুল ইসলাম সাগর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের  সাবেক ডেপুটি কমান্ডার  বশির উল্লাহ । অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক গোলাম সারোয়ার সেলিম। এসময় মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
 


Side banner
Link copied!