• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

সিরাজগঞ্জ শহরে ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০২:৩১ পিএম
সিরাজগঞ্জ শহরে ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান

সিরাজগঞ্জ শহরে ফুটপাতের অবৈধ ভাসমান দোকান ও হকার উচ্ছেদ অভিযানে নেমে শহরে ফুটপাতে অবৈধ হকার দোকান উচ্ছেদ করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১ টায় ব্যস্ততম এসএস রোডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) (টিআই) মোফাকখারুল ইসলামের নেতৃত্ব দেন।
অভিযানে টিআই আসাদুল  ইসলাম,টিআই আবু জাফর সহ সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের সদস্যরা অংশগ্রহণ করেন।
শহরের প্রধান সড়ক এসএস রোডের ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকান ও হকারদের  কারণে পথচারীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে। সড়কের দুপাশে আড়াআড়িভাবে মোটর বাইক পার্কিং করে রাখা হয়। এতে ব্যস্ততম রাস্তায় প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। ফলে বিড়ম্বনায় পড়তে হয় সাধারণ মানুষদের। যানজটের প্রধান নিয়ামক ফুটপাতের অবৈধ ভাসমান দোকান ও হকার উচ্ছেদে এই অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় পথচারীদের মাঝে কিছুটা হলেও স্বস্থি ফিরে এসেছে।


Side banner
Link copied!