সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রয়াত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ, সাবেক উপ-প্রধানমন্ত্রী প্রফেসর ড. এমএ মতিন স্মৃতি পৌর ওয়ার্ড কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
২ ডিসেম্বর (সোমবার) বেলা ১১টায় শাহজাদপুর হাইস্কুল মাঠে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ও শাহজাদপুর ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের পরিচালনায় অনুষ্ঠিত ওই ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এম এ মুহিতের রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আল মামুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাধারন সম্পাদক আরিফুজ্জামান আরিফ,ওসি মোঃ আছলাম আলী, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারন সম্পাদক হাজী আইয়ুব আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম রাজা, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ আলাল হোসেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোতা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাবেক জি এস মোঃ আল আমিন হোসেন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন আলী, মোঃ রওশন আলী রশনাই প্রমুখ। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতা ও কর্মীবৃন্দ।উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে রূপপুর হান্টার ক্রিকেট একাদশ ও শাহ মখদুম ক্রিকেট একাদশ।
আপনার মতামত লিখুন :