• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


FavIcon
আব্দুল মান্নান খান (চাঁদপুর জেলা প্রতিনিধি):
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ০৭:০৩ পিএম
স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মতলব পৌরসভার উত্তর নলুয়া চৌরাস্তা মোড়ে অবস্থিত স্বনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে একাডেমি মিলনায়তনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকের সরব অংশগ্রহণে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

একাডেমির প্রধান উপদেষ্টা ও মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক কবি ও সাংবাদিক মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে, সিনিয়র শিক্ষিকা মনজুরা তানিয়া ও ফরহাদ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের এর পৃষ্ঠপোষক, ভয়েস ফর জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান, মতলব উত্তর ও দক্ষিণের স্বেচ্ছাসেবী সংগঠনের আস্থাবাজন, গুণী ব্যক্তিত্ব আফতাব চৌধুরী সুমন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন- মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি, কচিকাঁচা প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমীর রাধেশ্যাম মন্ডল। পরে একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফুল জাহান শাওলিন প্রধান আলোচকের বক্তব্য সকলের সামনে তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি জাকির হোসেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী মাসুদুল ইসলাম সোহাগ, ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী জাকির হোসেন। এ সময় একাডেমির সম্মানিত অভিভাবক মন্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে প্রতিযোগিতার বিজয়ীদের ও  বিদায়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করে দোয়ার আয়োজন করা হয়। 


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!