• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় ইউপি চেয়ারম্যানকে অপসারণ


FavIcon
নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ০৬:৫৭ পিএম
কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় ইউপি চেয়ারম্যানকে অপসারণ

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুককে কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় অপসারণ করা হয়েছে। 

 

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ তারিখে জেলা প্রসাশক দিদারুল আলম স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে চেয়ারম্যান ফারুকের বিরুদ্ধে মামলা থাকায়, তিনি নিয়মিত অফিসে না আসায়,পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধন সহ আর্থিক ও প্রসাশনিক কাজে সমস্যার কারনে এ সিদ্বান্ত নেয়া হয়েছে।

 

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক দিদারুল আলম স্বাক্ষরিত পত্রে ঐ চেয়ারম্যানের পরিবর্তে একই ইউনিয়ন পরিষদের ১ নং প্যানেল চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য মো.ফরিদ মিয়া-কে আর্থিক ও প্রশাসনিক দ্বায়িত্ব নেওয়ার আদেশ প্রদান করা হয়। 

অপসারিত চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

গত ৫ আগস্ট সরকার পতনের পর ফান্দাউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুকের বিপক্ষে সংরক্ষিত নারী সদস্যসহ ৬ জন ইউপি সদস্য বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তাকে অপসারণের জন্য মানববন্ধন ও নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করেন। 

 

এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিন বিষয়টি অবগত করলে নাসিরনগর উপজেলার ৭ নং ফান্দাউক ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম ও জনসেবা অব্যাহত রাখতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৩, ১০১, ১০২ ধারা অনুযায়ী প্যানেল চেয়ারম্যান মো. ফরিদ মিয়াকে আর্থিক ও প্রশাসনিক কাজ করার আদেশ প্রদান করেন জেলা প্রশাসক দিদারুল আলম। 

এব্যাপারে ফারুকুজ্জামান ফারুকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, ‘চেয়ারম্যান কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় জনসেবা ব্যহত হচ্ছিল। তাই তাকে অপসারণ করা হয়েছে।'


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!