• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

মোরেলগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে


FavIcon
মোঃ রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ (বাগেরহাট):
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ০৫:৫৭ পিএম
মোরেলগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

 

বৃহস্পতিবার (২৮ নভেম্ববর) মোরেলগঞ্জ কলেজ মসজিদে সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেইন বাজার চৌরাস্তার মোড় এলাকায় এসে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী সাধারন জনতা বাজার ব্যবসায়ীদের উপস্থিতিতে সংক্ষিপ্ত পথসভা করেন।পথসভায় বক্তারা বলেন, চট্টগ্রামে আইনজীবী হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একইসঙ্গে তারা ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার দাবিসহ ইসকনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। এসময় বিক্ষোভে অংশগ্রহণকারী সাধারণ জনতা ইসকনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!