• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

হবিগঞ্জে পাইকারি মাছ বাজার উচ্ছেদ, ব্যবসায়িদের ধর্মঘটের ডাক


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ০৮:০০ পিএম
হবিগঞ্জে পাইকারি মাছ বাজার উচ্ছেদ, ব্যবসায়িদের ধর্মঘটের ডাক

যানজট নিরসনের জন্য শহরের শায়েস্তানগর পাইকারি মাছের আড়ৎটি সরিয়াছে নেন হবিগঞ্জে পূর্বের জেলা প্রশাসক।

শহরের একমাত্র পাইকারি মাছ বাজারটি কেন্দ্রিয় ঈদগা সংলগ্ন বাইাপাশ সড়কের পার্শে বসালেও বর্তমান জেলা প্রশাসক বাজারটি মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ শহরের ঈদগাহ পাশে মাছ বাজারের সবকটি দোকান ঘর সড়ক জনপথ বিভাগ কর্তৃক উচ্ছেদ করা হয়। 
এ ব্যাপারে কেনো সমাধান না হলে  বুধবার  থেকে মাছ ব্যবসায়ীরা দোকানদারী করবে না। 

হবিগঞ্জে একমাত্র পাইকারি ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল রাজ্জাক বলেন, ২০২৩ সালে তৎকালীন জেলা প্রশাসক ইশরাত জাহান মাছ ব্যবসায়ীর সাথে জেলা প্রশাসক কাযার্লয়ে বৈঠক করেন। প্রধান সড়কে যানজট নিরসনে বাজরটি অন্যত্র সরিয় নেয়ার জন্য  আলোচনা হয়।

সে যানজট কমাতেই মাছ ব্যবসায়ীদের জন্য জায়গা নির্ধারন করেন । এ নিয়ে  এসি ল্যান্ডের সাথে  সড়ক জনপথ বিভাগের বৈঠক হয়।
বৈঠকের পর  কেন্দ্রিয় ঈদগা সংলগ্ন বাইাপাশ সড়কের পার্শে ৮৬ শতক ভূমি মাছ বাজারের জন্য বুঝিয়ে দেয়া হয় । এর পর মাছ ব্যবসায়ীরা পানি ডোবাকে নিজস্ব অর্থায়নে মাটি ভরাট করে বাজার সৃষ্টি করেন দেড়  মাস ধরে তারা মাছ ব্যবসা চালিয়ে আসছেন। 

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের সাবডিভিশনার ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম জানান এখানে মাছ বাজারের ব্যাপারে তাদের জানা নেই। তাই তারা এটা উচ্ছেদ করেছে।
 


Side banner
Link copied!