সুনামগঞ্জ জেলা সওজ, সড়ক বিভাগের কম্পিউটার অপারেটর সুদীপ চন্দ্র দাসের বিরুদ্ধে সরকারি অফিসে বসে ধূমপান করার অভিযোগ উঠেছে। গত রবিবার (২৪ নভেম্বর) তার অফিসের চেয়ারে বসেই ধূমপান প্রমাণ মিলেছে।
জানাযায়, সুনামগঞ্জ জেলা সওজ, সড়ক বিভাগের কম্পিউটার অপারেটর সুদীপ চন্দ্র দাস কার্যালয়ে বসেই একের পর এক ধূমপান করেন। ২০১৩ সালে পাস হওয়া তামাক নিয়ন্ত্রণ সংশোধিত আইনে সরকারি-বেসরকারি কার্যালয়সহ ২৪ ধরনের স্থানকে পাবলিক প্লেস ঘোষণা দিয়ে সেসব জায়গায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অথচ এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিন অফিস চলাকালীন সময়ে নিজ কক্ষে বসে ধূমপান করেন তিনি। অফিসে দুর্গন্ধে তার কক্ষে যাওয়া কষ্টকর। অফিসে যতো লোকই থাকুক, তিনি সবার সামনেই ধূমপান করেন। সুনামগঞ্জের সড়ক ও জনপথ বিভাগে অনিয়ম দুর্নীতির বিষয়ে তথ্য সংগ্রহ করতে অফিসে যান আলোকিত নিউজ ২৪ এর প্রতিনিধি মীর আমান মিয়া লুমান। এসময় অফিসের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ ট্রেনিংয়ে এবং উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশরাফুল হামিদ ছুটিতে থাকায় কম্পিউটার অপারেটর সুদীপ চন্দ্র দাসের সাথে কথা বলেন। কথা বলার এক পর্যায় সুদীপ চন্দ্র দাস হঠাৎ করে ধুমপান শুরু করেন। এটা তার নিত্যদিনের অভ্যাস বলে জানাগেছে।
এব্যাপারে সুনামগঞ্জ জেলা সওজ, সড়ক বিভাগের কম্পিউটার অপারেটর সুদীপ চন্দ্র দাস বলেন, আমি ব্যস্ত আসি বলে ফোন কেটে দেন।
সুনামগঞ্জ জেলা সওজ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন,এ ধরেনর কাজ জেন তিনি আর কখনও না করেন তাকে আমি ভৎসনা করেছি।
আপনার মতামত লিখুন :