ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সপ্তর্ষি সংঘের উদ্যোগে সাতজন ব্রাহ্মণের পুরোহিত্ত্বে হলো শিব মহাযজ্ঞ অনুষ্ঠান।
রোববার (২৪ নভেম্বর ) সকাল হতে সন্ধ্যা পর্যন্ত নাসিরনগর সদর ঠাকুরপাড়ায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে শিবপূঁজা, শিবের পূর্ণঅভিষেক (শিব স্নান),শিবের মহা শিবযজ্ঞ,শিবের পূর্ণাহুতি, শান্তি প্রদান,হরিলুট,মহাপ্রসাদ বিতরন, সন্ধ্যা আরতি ও কীর্তন পরিবেশনার মাধ্যমে দিনব্যাপী শিব মহাযঞ্জ পালন করে সপ্তর্ষি সংঘের সদস্যরা।
শিবলিঙ্গ প্রতিষ্ঠা ও শিব মহাযজ্ঞ অনুষ্ঠানে মূল পুরোহিতের দায়িত্ব পালন করেন দুলাল ভট্রাচার্য(মোড়াকুড়ি)।
পৌরোহিত্য কার্যে অন্যান্য অংশগ্রহণকারী পুরোহিতরা হলেন,হিরালাল ভট্রাচার্য(মোড়াকুড়ি),বিশ্বজিৎ ভট্রাচার্য (মোড়াকুড়ি),চয়ন চক্রবর্তী(নাসিরনগর),অমিতাভ চক্রবর্তী রাহুল(গোকর্ণ),বিশ্বদেব চক্রবর্তী(কেশু) ও পার্থ ভট্রাচার্য(গোকর্ণ)।
এ সময় সপ্তর্ষি সংঘের সভাপতি সুজন দাস, সা. সম্পাদক শ্যামল চন্দ্র বিশ্বাস,সদস্য স্বদেশ সরকার,স্বাগতম বনিক,কমল বিশ্বাস, অনিক দেব, বিনয় চন্দ্র শীল সহ সনাতন ধর্মাবলম্বী কয়েকশ’ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :