• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

মতলবে পালিয়ে বিয়ে করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত তিন


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ০৬:০৭ পিএম
মতলবে পালিয়ে বিয়ে করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত তিন

মতলব দক্ষিনে পালিয়ে বিয়ে করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হয়েছে । এ ঘটনাটি ঘটেছে উপজেলার লেজাকান্দি গ্রামে ।

 

পারিবারিক ও অভিযোগ সুত্রে জানাযায় গত ১৭ নভেম্বর লেজাকান্দি গ্রামের জাহাঙ্গীর মালের ছেলে রায়হান (১৭) তার মামাতো বোন হাজিগঞ্জের রাজারগাঁও প্রধানিয়া বাড়ীর নুরুল ইসলামের মেয়ে সামছুন নাহার (১৪) কে পালিয়ে বিয়ে করেন । বিষয়টি জানাযানি হলে ওই ঘটনাকে কেন্দ্র করে ছেলের বাবা জাহাঙ্গীরের কথা কাটাকাটি হয় বাড়ীর ছিকু মিয়ার সাথে। কাথা কাটাকাটির এক পর্যায়ে জাহাঙ্গীর ও তার স্ত্রী রুবি আক্তার দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ছিকু মিয়ার উপর এ সময় তার স্ত্রী স্বামীকে বাচাতে এলে তাকেও মারধর করে তারা পরে খবর পেয়ে তার ছেলে স্বজিব জানতে গেলে তাকেও মারধর করলে তারা তিনজন গুরতর আহত হয়। পরে বাড়ীর লোকজন তাদের উদ্ধার করে মতলব দক্ষিন উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হয় । 

এ ঘটনায় ছিকু মিয়া বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন । 

 

এলাকার একাধিক ব্যাক্তিরা বলেন ছেলে - মেয়ের এখনো বিয়ের বয়স হয়নি । তারা কাউকে না জানিয়ে গোপনে বিয়ে করেছে । এ বিয়ে নিয়ে জাহাঙ্গীর তাদের উপর হামলা করা ঠিক হয়নি ।

 

মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ বলেন এ ঘটনায় অভিযোগ পেয়েছি । তদন্তের পরে জানা যাবে ।


Side banner
Link copied!