মতলব দক্ষিন থানা পুলিশের অভিযানে জিআর পরোয়ানা (সাজা) মূলে ১ জন, জিআর পরোয়ানা মূলে ২ জন, সিআর পরোয়ানা মূলে ১ জন এবং ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫১ ধারায় ১
জনসহ ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে ।
গত ২৩ নভেম্বর পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের দিকনির্দেশনায় ও মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদের তত্ত্বাবধনে এসআই
জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ মতলব দক্ষিণ থানার কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে জিআর সাজাপ্রাপ্ত ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী দক্ষিন দিঘলদী গ্রামের জোহর আলী বেপারীর ছেলে মোঃ আব্দুল মালেক। এবং একই এলাকায় হইতে অভিযান চালিয়ে লোকমান বেপারীর ছেলে জিআর-৮৪/২৪ মূলে আসামী ১. রাশেদ বেপারী(৩০) ও এএসআই মোঃ আব্দুল্লাহ্ সঙ্গীয় ফোর্সসহ মতলব দক্ষিণ থানাধীন ডাটিকারা এলাকায় অভিযান চালিয়ে সিআর- ৪৪৫/২০২৪(মতলব দক্ষিণ) এর আসামী ১. সেকান্তর (৪৫), পিতা- মৃত-মোস্তফা, গ্রাম- ডাটিকারা, পোঃ কালিকাপুর, উপজেলা/থানা- মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুরকে এবং এসআই(নিরস্ত্র)/ ফাররু উল ইসলাম থানা এলাকায় রাত্রিকালীন জরুরী ডিউটি করাকালে জনগণ কর্তৃক আটককৃত ফৌঃকাঃবিঃ আইনের ১৫১ ধারা মূলে আসামী মোঃ নাছির (৪০), পিতা-মতিন খান, গোবিন্দপুর, খান বাড়ী থেকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে ।
এ বিষয়ে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ বলেন সাজাপ্রাপ্ত ৫ আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে । আমাদের অভিযান আরো জোরদার করা হবে ।
আপনার মতামত লিখুন :