• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

গুনিপুর গ্রামের কাচা রাস্তাটি ১৬ বছর উন্নয়ন হয়নি


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ০৪:০৯ পিএম
গুনিপুর গ্রামের  কাচা রাস্তাটি ১৬ বছর  উন্নয়ন হয়নি

হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়নের গুনিপুর গ্রামের ১ কিলোমিটার কাচা রাস্তাটি কালা মিয়া নিজের অর্থায়নে সংস্কার করে দিয়েছেন।

 

গুনিপুর গ্রামের প্রাইমারি স্কুল থেকে পিআই রাস্তা পর্যন্ত ১ কিলোটিমার রাস্তা টি সংস্কার হওয়ায় এলাকার মানুষ খুশী। গুনিপুর গ্রামটিতে বিএনপির লোক বেশী বলে ১৬ বছর যাবত কোন কাজ হয়নি। এটি সংস্কারে খরচ হয়েছে ৮০ হাজার টাকা। এ কাজটি সংস্কার হওয়ায় লাখাইয়ের সাথে হবিগঞ্জ, মাধবপুর, ব্রাম্মনবাড়িয়ার নাছিরনগরের কমপক্ষে লাখো মানুষের চলাচল সুগম হবে। এ রাস্তা মেরামতে এলাবাসী, উপজেলার নিবার্হী কমকতার্, চেয়ারম্যান-মেম্বার, উপজেলার চেয়ারম্যানের কাজে ধর্না দিয়েও এতো বছর কাজ হয়নি। এলাকাবাসী দাবি, যেহেতু এই এলাকা নিচু। তাই সাবমারজিবুল রাস্তা করে দিলে ভালো হয়।  


Side banner
Link copied!