• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

চাঁদপুরে ভোক্তা অধিকারের বাজার তদারকি,বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা


FavIcon
আব্দুল মান্নান খান (চাঁদপুর জেলা প্রতিনিধি):
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০৬:৩০ পিএম
চাঁদপুরে ভোক্তা অধিকারের বাজার তদারকি,বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনায় আজ নেতৃত্ব প্রদান করেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন।ক্ষতিকর রং মিশিয়ে তালের জাম ও জিলাপি তৈরির দায়ে এবং অস্বাস্থ্যকর উপায়ে খোলা রাখার দায়ে মানিক হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫০০০/- জরিমানা করা হয়েছে।  
মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ার দায়ে বিসমিল্লাহ নেছার স্টোরকে একই আইনে ১০০০/- জরিমানা করা হয়েছে।  
অভিযানের ফলে কক মুরগির দাম ২৭০ টাকা থেকে কমে ২৬০ হয়েছে। ব্রয়লার মুরগী ১৬৫ থেকে ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা পর্যায়ে প্রতি হালি ডিম ৪৬/- থেকে ৪৮/- করে বিক্রি হচ্ছে। আড়তে পাইকারি পর্যায়ে কাঁচা মরিচের দাম প্রতি কেজি ৭০-৭৫/- এবং টমেটো ছিল প্রতি কেজি ১১১টাকা।
সর্বমোট ২ টি প্রতিষ্ঠানে  ৬০০০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।  
ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে, ওজনে কারচুপি না করতে এবং মানসম্মত খাবার বিক্রি করতে সকল ব্যবসায়ীকে জোরালো সতর্ক করা হয়েছে।  সহযোগিতায়: জেলা স্যানিটারি ইন্সপেক্টর,  পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টরের একটি টিম এবং চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি চৌকশ টিম।  
জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা অব্যাহত থাকবে।
 


Side banner
Link copied!