• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

চাঁদপুর ইউনানি তিব্বিয়া মেডিকেল কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প


FavIcon
আব্দুল মান্নান খান (চাঁদপুর জেলা প্রতিনিধি):
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০৬:০৯ পিএম
চাঁদপুর ইউনানি তিব্বিয়া মেডিকেল কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রয়াত চেয়ারম্যান মুরহুম ইয়াছিন  আলী প্রামাণিকের রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প  অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ২১ নভেম্বর  শেফা হেলথ কেয়ার এর আয়োজনে চাঁদপুর ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এর প্রভাষক হাকীম মোঃ সিদ্দিকুর রহমান প্রামানিকের বাবা প্রয়াত চেয়ারম্যান মুরহুম ইয়াছিন  আলী প্রামাণিকের রুহের ও মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প  অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা ৩০ মিঃ থেকে দুপুর ২টা ৩০ মিঃ পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের মেডিসিন  সেবা সামগ্রীসহ শতাধিক ব্যক্তিকে চিকিৎসা দেয়া  হয়। 
হাকীম মোঃ সিদ্দিকুর রহমান প্রামানিক এর পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন    চাঁদপুর ইউনানী তিব্বীয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল এর অধ্যক্ষ হাকীম মোহাঃ শাহেদ হোসেন পাটওয়ারী এ সময় হাকীম মোঃ সিদ্দিকুর রহমান প্রামানিক বলেন আমার বাবা ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান মুরহুম ইয়াছিন আলী প্রামানিক এই বিগত ফ্যাসিষ্ট সরকারের দুশাসনের সময় তাদের গৃহ পালিত পোষ্য কিছু অমানুষের দ্বারা কিছু মিথ্যা মামলা, হামলা ও মানুষিক নির্যাতন নিয়ে গত ২১ নভেম্বর ২০২৩খ্রিঃ দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোক গমন করেন তার আত্মার মাগফিরাত কামনায় আজকের এই  ফ্রি মেডিকেল ক্যাম্প এখানে  চিকিৎসা সেবা পাবেন বিনা মূল্যে 
সবাই আমার বাবার জন্য অন্তরের অন্তস্থল থেকে দোয়া করবেন ভবিষ্যতে এ ধরনের জনসেবামূলক কাজ করার তৌফিক দান করেন, আমি কৃতজ্ঞতা জানাই যারা আজকে এই কামটি পরিচালনার জন্য সহযোগিতা করেছেন বিশেষ করে ইটিল্যাব ইন্ডাস্ট্রিজ,  হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ, ইমরোজ ল্যাবরেটরীজ ইউনানী, ইবনে সিনা ন্যাচারাল ডিভিশন সহ সকলকে। 
এ সময় আরো  উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনানী তিব্বীয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল এর সহযোগী অধ্যাপক   হাকীম সালমা সুলতানা, সহকারী অধ্যাপক, হকীম মাহবুব হোসেন পাটোয়ারী,  গ্রীন বাংলা নিউজের সম্পাদক  আশিকুর রহমান, হাকীম আল মামুন,  হাকিম শাহনাজ আখতার, হাকীম হাবিবা আক্তার, ডাক্তার ইকবাল হোসাইন, ইটিল্যাব ইন্ডাস্ট্রিজ ম্যানেজার তরিকুল ইসলাম, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ চাঁদপুর জোনের ম্যানেজার ওমর ফারুক, ডাঃ রিয়াজুল ইসলাম, সাকিব হোসেন ও মারিয়া আক্তার প্রমুখ। 
ফ্রি মেডিকেল ক্যাম্পে দোয়া পরিচালনা করেন ডাঃ মোঃ কামাল হোসেন ।
 


Side banner
Link copied!