• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

সাভারে বিএনপি নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল


FavIcon
মোঃআলী হোসেন,সাভারঃ
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ০৯:১২ পিএম
সাভারে বিএনপি নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ঢাকার সাভারে এক বিএনপি নেতার বিরুদ্ধে নারী শ্লীলতাহানির অভিযোগের প্রতিবাদে সাভার মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৪ টার দিকে এই বিক্ষোভ ও সভা অনুষ্ঠিত হয়। এসময় ৫ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

 

 

এসময় বিক্ষোভকারীরা দাবী করেন বিএনপি নেতা এ্যাড. মুরাদের বিরুদ্ধে দুই নারী সাভার মডেল থানায় শ্লীলতাহানির অভিযোগ করেন। এই অভিযোগ মিথ্যা দাবি করে তারা এই বিক্ষোভ করেন। তারা জানান, বিএনপি'র রাজনীতি করায় এ্যাড. মুরাদের বিরুদ্ধে আওয়ামী লীগের দোষররা তার সম্মানহানির জন্য উঠে পড়ে লেগেছে। এজন্য ষড়যন্ত্রমূলক এ্যাড. মুরাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করানো হয়েছে। বিক্ষোভকারীরা এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানান।

 

 

এসময় এ্যাড. মুরাদ বলেন, আমি ও আমার বাবা বিএনপির রাজনীতি করতাম। আমার বাবা ৫ তারিখের বিজয় মিছিলে মারা যান। আমাদের দীর্ঘদিন আওয়ামী লীগের অত্যাচারে অতিষ্ঠ করে তুলেছিল। আমরা ফিরে আসায় অনেকে জ্বলে পুড়ে যাচ্ছে। সেই রোষানল থেকে আওয়ামী লীগের দোষররা আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র শুরু করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


Side banner
Link copied!