• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

নাসিরনগরে হামলা ও লুটপাটের মামলায় আটক এক


FavIcon
নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ০৯:০৯ পিএম
নাসিরনগরে  হামলা ও লুটপাটের মামলায় আটক এক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনার মামলায় একজনকে আটক করেছে পুলিশ । শনিবার (১৮ নভেম্বর ) বিকালে মামলার ৪নং আাসামী তোফাজ্জলকে চাতলপাড় বড় বাজার থেকে আটক করে পুলিশ। 

আটকের পর থেকে নতুন করে হামলার আতঙ্কে ভুগছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

মামলার পর থেকে ভয়ে বাড়ি যেতে পারছেনা মামলার বাদী নূর মোহাম্মদ। 

 

নূর মোহাম্মদ জানান, মামলার পর থেকে আমরা ভয়ে বাড়িতে যেতে পারছি না। ওরা লাঠিসোঁটা নিয়ে বসে থাকে। যে কোন সময় আবার হামলা, ভাংচুর ও লুটপাট চালাতে পারে এই ভয়ে আছি। চাতলপাড় পুলিশ ফাড়িকে বিষয়টি জানিয়ে রেখেছি।

 

জানা যায়, দীর্ঘদিন ধরে চাতলপাড় বড় বাজারে এজেন্ট ব্যাংকিং এর ব্যবসা চালিয়ে আসছিল ফকিরদিয়া গ্রামের হাজী শহিদুল্লা ভূইয়ার ছেলে নূর মোহাম্মদ। একই বাজারে ব্যবসা করে একই গ্রামের বাবুল টেলিকমের মালিক বাবুল ভূইয়া। প্রায় দশমাস আগে নূর মোহাম্মদের কাছ থেকে ব্যবসার কথা বলে কয়েকদফায় প্রায় ২২ লাখ টাকা ধার নেয় বাবুল। পরে ধারের টাকা ফেরত চাইতে গেলেই বাঁধে বিপত্তি। কয়েক দফা তারিখ দিয়েও টাকা দেয়নি বাবুল। পরে চাতলপাড় বাজার শাখা সোনালী ব্যাংকের অনুকূলে ১০লাখ ও ১২ লাখ টাকার দুটি চেক প্রদান করে বাবুল। যে চেক ব্যাংকে ইস্যু করার পর দেখা যায় বাবুলের একাউন্টে কোন টাকা নেই। বিষয়টি নিয়ে বাবুলকে উকিল নোটিশ পাঠায় নূর মোহাম্মদ। এতে ক্ষিপ্ত হয়ে বাবুল ও তার ভাইয়েরা মিলে নূর মোহাম্মদের বাড়িতে হামলা চালায়। লুট করে নিয়ে যায় নগদ দেড় লক্ষ টাকা ও আড়াই ভরি স্বর্ণ। এ ঘটনায় নূর মোহাম্মদ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে।

 

চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের পরির্দশক মো. মফিজ উদ্দিন জানান, নূর মোহাম্মদের মামলায় একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।


Side banner
Link copied!