• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

মোরেলগঞ্জে প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত


FavIcon
মোঃ রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ (বাগেরহাট):
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০৭:০৩ পিএম
মোরেলগঞ্জে প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে নবলোক পরিষদ কমিউনিটি-লেড ক্লাইমেট স্ম্যার্ট ইনোভেশনস টু এ্যাড্রেস ক্লাইমেট চেইঞ্জ ইমপ্যাক্টস(উদ্যম) টঝঅওউ অর্থায়নে বাংলাদেশ ব্রাক ও নবলোক পরিষদ এর যৌথ বাস্তবায়নে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৮ নভেম্বর বিকাল ৩টায় উপজেলা প্রশাসন ভবন কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে প্রকল্পের পরিচিতি সম্পর্কে আলোচনা করেন হিমাংশু দেব দত্ত রায় (সিনিয়র ষ্পেশালিষ্ট, ডিআরআর) নবলোক পরিষদ পরিচিতির উপর আলোচনা করেন মোঃ মোস্তফা কামাল সহকরী পরিচালক অর্থ ও হিসাব নবলোক পরিষদ। মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে আলোচনা করেন শারমিন সুলতানা যুথি, প্রজেক্ট কো-অর্ডিনেটর ব্রাক, পল্লব রায় প্রজেক্ট ম্যানেজার নবলোক পরিষদ, খন্দকার সাকিবুর রহমান ষ্পেশালিষ্ট, কৃষি। এ সময় প্রকল্প পরিচিতি ও মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে আলোচনা করেন মোঃ সাইফুল ইসলাম উপজেলা কৃষি অফিসার, আব্দুল্লাহ আল জাবির প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা প্রমুখ। 
অবহিতকরণ সভায় উপজেলার নিশানবাড়ীয়া ও হোগলাবুনিয়ায় প্রকল্পের কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে বিভিন্ন ইউনিয়নে কৃষি, মৎস্য ও পানির প্রকল্পের কার্যক্রম পর্যায়ক্রমে পরিচালিত হবে। সভায় উপজেলা কর্মকর্তা ইউনিয়ন পরিষদ সচিব সাংবাদিক ও কৃষকদের সমন্বয়ে কর্মশালায় ৭০ জন অংশগ্রহণ করেন। 
 


Side banner
Link copied!