সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার দুপুরে শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুরে একাডেমিক ভবন-৩ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বিক্ষোভ প্রদর্শণ করে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এসএম হাসান তালুকদারের কাছে স্মারকলিপি পেশ করেন। এ মানববন্ধন এবং বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী
অংশগ্রহণ করে।
সোমবার দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, হৃদয় সরকার, শামীম হাসান, হাবিব, পিয়াস, বায়জিদ, মওদুদ প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৬ সালে কবিগুরুর নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির বয়স ৮ বছর পাড় হলেও এখনো বিভিন্ন ভাড়া জায়গায় একাডেমিক কাজ এবং পাঠদান চলে আসছে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সেশনে ১২’শ
এর বেশী শিক্ষার্থী অধ্যয়নরত। এত পরিমাণ শিক্ষার্থীদের জন্য নাই স্থায়ী ক্যাম্পাস। অতীতে ২ জন ভিসি নানা রকম নিয়োগ বাণিজ্য এবং বিশেষ পার্পাস সার্ব করতে ব্যস্ত থাকায় ক্যাম্পাসের কাজ করতে পারেননি। এখন শিক্ষার্থীসহ সকল মানুষের প্রাণের দাবী হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। এসময় শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এ বিষয়ে জানতে চাইলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.এসএম হাসান তালুকদার জানান, ছাত্ররা স্মারকলিপি দিয়েছে। আসলে ক্যাম্পাসের বিষয়টি কোন পর্যায়ে আছে তা দেখে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিব। ছাত্রদের দাবীর সাথে একমত পোষণ করে ভিসি আরও জানান, স্থায়ী ক্যাম্পাস ছাত্রদের পাশাপাশি শাহজাদপুরবাসীরও প্রাণের দাবী হয়ে উঠেছে। গত ৮ বছরের ব্যর্থতা আমরা কাটিয়ে উঠতে চাই।
আপনার মতামত লিখুন :