• ঢাকা
  • বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

মোরেলগঞ্জে ২টি ক্লিনিকে ২৫ হাজার টাকা জরিমানা


FavIcon
মোঃ রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ (বাগেরহাট):
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ০২:৫৫ পিএম
মোরেলগঞ্জে ২টি ক্লিনিকে ২৫ হাজার টাকা জরিমানা

বাগেরহাটের মোরেলগঞ্জপৌর শহরের দুটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছ
বিকেল ৪ টার দিকে শহরের বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম, বাজারের কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিজান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারা লঙ্ঘনের অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম বলেন,,ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সার্বক্ষণিক ডাক্তার ও নার্স না থাকা অতিরিক্ত বেডসহ বিভিন্ন অপরাধের দায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ দুটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসায়ীদের সতর্ক করে বিভিন্ন নির্দেশনা দেন এবং তিনি আরও বলেন  জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
 


Side banner
Link copied!